Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ঢলুয়া ইউনিয়ন

বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭নং ঢলুয়া ইউনিয়ন। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান। বছরের বেশিরভাগ সময়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগের সাথে এই ইউনিয়নের মানুষ অবিরাম লড়াই করে বেঁচে থাকে।

ক) নামঃ ৭নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ

খ) আয়তনঃ ২১.০৪ বর্গ কিলোমিটার

গ) লোকসংখ্যাঃ ২৩,৬৮৩ জন।

ঘ) গ্রামের সংখ্যাঃ ৩১টি।

ঙ) মৌজাঃ ৪টি।

চ) হাট-বাজারের সংখ্যাঃ ২টি একটি ইজারাদার

ছ) উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ সড়ক পথে বাস,টেম্পু যোগে।

জ) শিক্ষার হারঃ ৫১.২৪ (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ২৬টি।

ঞ) কলেজ ১ টি

ট) নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ২টি।

ঠ) মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৬টি।

ড) মাদ্রাসাঃ ৪টি।

ঢ) বর্তমান চেয়ারম্যানঃ জনাব আবু হেনা মোস্তফা কামাল।

ণ) ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স ভবন স্থাপন কালঃ ২০০৩ খ্রিঃ।

ত) নবগঠিত পরিষদের বিবরনঃ

           শপথ গ্রহনের তারিখঃ ০৭/০৫/২০১৬ খ্রিঃ।

            প্রথম সভার তারিখঃ ১৫/০৫/২০১৬ খ্রিঃ।

           মেয়াদ উর্ত্তিণের তারিখঃ ১৫/০৫/২০২১ খ্রিঃ।

থ) গভীর নলকূপ ৩৫০ টি

দ) সাইক্লোন সেন্টার- ২২টি

ধ) পাকা রাস্তা- ২২ কিঃ কাচা রাস্তা- ১০৫ কিঃ

 

থ) গ্রামসমূহের নামঃ

১।পোটকাখালী ২। বড়ইতলা ৩।গোলবুনিয়া ৪। লতাবাড়িয়া ৫। মাঝখালী ৬। পশ্চিম ফুলঢলুয়া ৭। পশ্চিম ডালভাঙ্গা ৮। উত্তর ডালভাঙ্গা ৯। উত্তর ফুলঢলুয়া ১০। দক্ষিণ ডালভাঙ্গা ১১।মোলস্নারহোড়া ১২। কাঠালতলী ১৩। মরখালী ১৪। কদমতলা ১৫। লাকুরতলা ১৬। রায়ভোগ ১৭। ফুলঢলুয়া ১৮। পূর্ব ফুলঢলুয়া ১৯। মানিকজোড় ২০। খাকবুনিয়া ২১।লেমুয়া ২২। খাজুরা ২৩। রায়ভোগ ২৪। ইসলামপুর বান্দরগাছিয়া ২৫। চরকগাছিয়া ২৬। উত্তর চরকগাছিয়া ২৭। দক্ষিণ চরকগাছিয়া ২৮। ইটবাড়িয়া ২৯। নলী ৩০। সাপা ৩১। সাঝিপাড়া

 দ) ইউনিয়ন পরিষদের জনবলঃ নির্বাচিত সদস্য/সদস্যঃ ১৩ জন।

ইউনিয়ন পরিষদের সচিবঃ ১ জন।

ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের পরিচালকঃ ২ জন।

গ্রাম পুলিশঃ ১০ জন।