Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন।

বরাবর

চেয়ারম্যান সাহেব ৭নং ঢলুয়া, ইউনিয়ন বরগুনা সদর বরগুনা।

বিষয় কবতার কবুতার মারার অভিযোগ প্রসংগে

বাদী

০১। আঃ বরেক পহলান,

পিং মৃত- মোসলেম পহলাম

গ্রাম- কদমতলা, ইউনিয়ন- ৭নং ঢলুয়া, ইউনিয়ন- ৭নং ঢলুয়া,

 

 

বিবাদী

মোঃ ফারুক চৌঃ

পিংমৃত- আহম্মদ চৌঃ

গ্রাম- কদমতলা, ইউনিয়ন- ৭নং ঢলুয়া, ইউনিয়ন- ৭নং ঢলুয়া,

 

জনাব,

      যাথাবিহতী সম্মান প্রদর্শনপূবর্ক বিনিত নিবেদন এই যে, আমি নিন্ম স্বাক্ষর কারী মোঃ ৭নং ঢলুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের কদতমলা গ্রামের স্থায়ী বাসিন্দা, বিবাদী আমার  আমার ৫ জোর কবুতার মেরে ফেলে। এর পর আমি এলাকার গন্য মান্য লেকের কাছে বলে তারা আপুশ মিমাংশা করতে চাইলে বিবাদীরা মানেনা।

 

অতএব মহোদয়ের কাছে আকুলআবেদন যাতে আমি আমার কবুতার পাইতে পারি তাহার বিহিত বিধানে মর্জি হয়।

 বিনিত নিবেদক

 

মোঃ বারেক